News update
  • Conflict, hunger, poverty impede children's early growth: Türk     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • Guterres to urge more humanitarian assistance for Rohingyas     |     
  • Iran, US tensions up as Trump sends letter to Khamenei      |     
  • Sea erosion shrinking Sundarbans forests      |     

কলাপাড়া লঞ্চঘাট শ্রমিকদের মাঝে যুবলীগ নেতার কম্বল বিতরন

জলবায়ু 2023-01-24, 11:12pm

blankets-were-distributed-among-launchghat-workers-by-a-juba-league-man-on-tuesday-5cfc90077b0c7749807a581c1bd1e15d1674580340.jpg

Blankets were distributed among launch ghat workers by a Juba League man on Tuesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া লঞ্চঘাট শ্রমিকদের মাঝে কম্বল বিতরন করেছে ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের লঞ্চঘাটে এসব কম্বল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়ামিন আহমেদ, ঘাট ইজারাদার শামিম নুর জামাল খালাসী সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। শীত নিবারনের কম্বল পেয়ে হাসি ফুটেছে ঘাট শ্রমিকদের মুখে। 

ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুররসালিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি ব্যক্তিগত অর্থায়নে ঘাট শ্রমিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি। অন্তত এই কম্বলে তাদের শীত কিছুটা হলেও নিরাবন হবে। আমি এসব অহসায় মানুষের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছি। এভাবে আমি ঈদুল ফিতর ঈদুল আজহায় ঈদ সামগ্রী দিয়ে হতদরিদ্রের সহযোগিতা করে থাকি। - গোফরান পলাশ