News update
  • Passenger bus in northern India catches fire: 20 people burn to death     |     
  • Voting start in Ctg Varsity Central Students Union elections      |     
  • Death toll in Mirpur factory, chemical godown fire rises to 16     |     
  • Humanitarians Urge Donors as Global Aid Remains Severely Short     |     
  • Sami’s five-for 33 seals Afghanistan’s 200-run rout of Bangladesh     |     

কলাপাড়া লঞ্চঘাট শ্রমিকদের মাঝে যুবলীগ নেতার কম্বল বিতরন

জলবায়ু 2023-01-24, 11:12pm

blankets-were-distributed-among-launchghat-workers-by-a-juba-league-man-on-tuesday-5cfc90077b0c7749807a581c1bd1e15d1674580340.jpg

Blankets were distributed among launch ghat workers by a Juba League man on Tuesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া লঞ্চঘাট শ্রমিকদের মাঝে কম্বল বিতরন করেছে ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের লঞ্চঘাটে এসব কম্বল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়ামিন আহমেদ, ঘাট ইজারাদার শামিম নুর জামাল খালাসী সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। শীত নিবারনের কম্বল পেয়ে হাসি ফুটেছে ঘাট শ্রমিকদের মুখে। 

ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুররসালিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি ব্যক্তিগত অর্থায়নে ঘাট শ্রমিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি। অন্তত এই কম্বলে তাদের শীত কিছুটা হলেও নিরাবন হবে। আমি এসব অহসায় মানুষের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছি। এভাবে আমি ঈদুল ফিতর ঈদুল আজহায় ঈদ সামগ্রী দিয়ে হতদরিদ্রের সহযোগিতা করে থাকি। - গোফরান পলাশ