News update
  • Turk warns DR Congo crisis may worsen, without inte’l action     |     
  • Govt working with security forces to keep law, order: Prof Yunus     |     
  • Vandalism across Bangladesh to be resisted: Govt     |     
  • Vandalism at Dhanmondi-32 hould strongly be condemned: Delhi     |     
  • Hasina’s provocative remarks fueled Dhanmondi-32 attack: Govt     |     

এল নিনোর জন্য বিশ্বের প্রস্তুত হওয়া উচিত: জাতিসংঘ

গ্রীণওয়াচ ডেস্ক জলবায়ু 2023-05-03, 4:34pm

image-88631-1683107200-253c2273effe669123dc721f892576761683110062.jpg




জাতিসংঘ বুধবার সতর্ক করেছে, এল নিনোর প্রভাবে আবহাওয়ার পরিস্থিতি আগামী মাসগুলোতে আরো বিবর্তিত হবে, যা উচ্চ বৈশ্বিক তাপমাত্রা এবং সম্ভবত নতুন তাপের রেকর্ড সৃষ্টি করবে৷

‘বিশ্বকে এল নিনোর প্রভাব থেকে উত্তরণের জন্য প্রস্তুত করা উচিত’ এ কথা উল্লেখ করে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান পেটেরি তালাস আশঙ্কা প্রকাশ করে বলেছেন,  ‘এল নিনোর প্রভাব সম্ভবত বৈশ্বিক উত্তাপের রেকর্ড ভেঙ্গে একটি নতুন উচ্চতার দিকে নিয়ে যাবে।’  তথ্য সূত্র বাসস।