News update
  • UNRWA Situation Report #163 on Crisis in Gaza and West Bank     |     
  • Israeli Airstrike Kills 9 in Gaza Amid Ceasefire Disputes     |     
  • Reject bigotry, discrimination, combat Islamophobia: UN chief     |     
  • New risks loom for global trade, warns UN body     |     

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে

গ্রীণওয়াচ ডেস্ক জলবায়ু 2024-05-15, 2:18pm

images-30-08e24c6efc2d29dc8ce0ab49d53e97ad1715761138.jpeg




জলবায়ু পরিবর্ত মোকাবিলায় বাংলাদেশের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ মে) সকালে রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এদিন যুক্তরাষ্ট্র সরকার ও বেসরকারি ইস্টার্ন ব্যাংকের মধ্যে জলবায়ু পরিবর্তনের অভিযোজন খাতে অ্যাওয়ার্ড প্রদানের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। স্মারকে স্বাক্ষর করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইস্টার্ন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন।

সেখানে ডোনাল্ড লু বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত রাখতে ও বাংলাদেশকে এ ব্যাপারে সহযোগিতা করতেই যুক্তরাষ্ট্র সরকারের এই কার্যক্রম। অভিযোজন খাতে কাজ করা ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাকে এই স্মারক নিশ্চয়ই অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কাজ করা ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থার জন্য এই স্মারক প্রদান কার্যক্রম শুরু হলো এ বছর থেকে।

লু বলেন, অভিযোজন খাতে সিভিল সোসাইটির কার্যক্রম বাড়ার পাশাপাশি পরিবেশ ও সামাজিক বিষয়গুলো উঠে আসবে এর মাধ্যমে। বাংলাদেশের সঙ্গে জলবায়ুবিষয়ক সহযোগিতা অব্যাহত থাকবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।