বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল রাখতে সহযোগিতা করার জন্য সৌদি আরবের জ্বালানি মন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন জাপানের শিল্পমন্ত্রী।
অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি গতকাল রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জ্বালানি মন্ত্রী যুবরাজ আবদুলআজিজ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, সৌদি আরব জাপানে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ।
তাদের বৈঠকে নিশিমুরা বলেন, বিশ্বব্যাপী জ্বালানির জরুরি চাহিদার মাঝে তেলের দাম স্থিতিশীল রাখা অপরিহার্য।
অন্যদিকে, তেল উৎপাদন বাড়ানোর জন্য তেলের ভোক্তা দেশগুলোর বিনিয়োগ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন সৌদি মন্ত্রী।
এরপর, মূল্য স্থিতিশীল রাখার জন্য তাদের নিজ নিজ দেশের মধ্যে সহযোগিতার গুরুত্বের বিষয়ে সম্মত হন মন্ত্রীদ্বয়।
এছাড়া, পরবর্তী প্রজন্মের দু’টি জ্বালানির উৎস- হাইড্রোজেন এবং অ্যামোনিয়ার একটি সরবরাহ চেইন প্রতিষ্ঠার লক্ষ্যে একত্রে কাজ করার জন্য একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেন দুই মন্ত্রী।
উল্লেখ্য, সৌদি আরব এখন তাদের শিল্পখাতে বৈচিত্র্য আনার চ্যালেঞ্জ সামাল দিচ্ছে। অন্যদিকে, জাপানও তাদের বিশেষ দক্ষতা থাকা ক্ষেত্রগুলোতে সহায়তার মাধ্যমে দেশটির সাথে সম্পর্ক জোরদার করতে চাইছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।