News update
  • Pahalgam Attack: India, Pakistan Exchange Fire at LoC     |     
  • Dhaka’s air quality turns ‘moderate’ Friday morning     |     
  • 99 cocktails, 40 petrol bombs seized at C’nawabganj border     |     
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     

চলতি মাসে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত

গ্রীণওয়াচ ডেস্ক ট্যাক্স 2025-03-17, 12:34pm

t45353242-9575dbedea54c775e11a48d2f2c476a01742193290.jpg




প্রতি মাসের ১৬ তারিখ ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও কারিগরি ত্রুটির কারণে চলতি মাসে এ রিটার্ন জমার জন্য দুইদিন সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনেক করদাতা সময়মতো ভ্যাট প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছেন এনবিআর। ফলে, চলতি মাসে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত। 

রোববার (১৬ মার্চ) এনবিআর থেকে কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর বলেছে, যুগপৎ ব্যবহারকারী ও হার্ডওয়্যারের সংখ্যা বেড়ে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। ১৬ মার্চ ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও অনেক করদাতা ভ্যাট প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় সময়সীমা বাড়ানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৬ মার্চ অনলাইনে রিটার্ন দাখিলের শেষ দিনে আকস্মিকভাবে জাতীয় রাজস্ব বোর্ডের আইভাস (ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম) এর রিটার্ন দাখিলকারী কনকারেন্ট ইউজারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এবং এ সিস্টেম বেশ পুরোনো হয়ে যাওয়ার কারণে হার্ডওয়্যারে অপ্রত্যাশিত কারিগরি জটিলতার উদ্ভব হয়েছে। ফলে করদাতাদের পক্ষে ১৬ মার্চ রিটার্ন অনলাইনে দাখিল করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ফেব্রুয়ারি ২০২৫ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ মার্চ এর পরিবর্তে ১৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

বর্তমানে প্রায় সোয়া ৩ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে, ২৩ শতাংশ হার্ড কপি জমা দেয়। এনবিআরের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ৫ লাখ ৮১ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৪ লাখ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে।আরটিভি