News update
  • Tarique urges people to help restart democracy, elected reps solve problems     |     
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     
  • Madhyanagar Upazila in limbo four years after formation     |     
  • BNP leader injured in gun shot in Keraniganj     |     
  • Tarique’s 1st day 16-hours campaign runs till 5am Friday      |     

রাশিয়ার একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2022-11-06, 7:53am




রাশিয়ার কোস্ত্রমা শহরের একটি ক্যাফেতে শনিবার আগুন লেগে ১৫ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কোনো এক বিরোধের ঘটনায় কেউ ফ্লেয়ারগান (একধরনের পিস্তল, যা দিয়ে আগুন বা ধোঁয়া বের হয়) ব্যবহার করার ফলে ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়।

উদ্ধারকর্মীরা ২৫০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কোস্ত্রমা অঞ্চলের গভর্নর সের্গেই সিতনিকভ জানান, পাঁচজন সামান্য আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় ক্যাফের ছাদ ধসে পড়ে।

অপরাধমূলক এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ ফ্লেয়ার বন্দুক ব্যবহারকারী ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে।

মাত্র ২ লাখ ৭০ হাজার জনসংখ্যার নদী তীরবর্তী কোস্ত্রমা শহরটি মস্কো থেকে প্রায় ৩৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

বিনোদনস্থলে এ ধরনের আগুনের ঘটনা রাশিয়াতে এই প্রথম নয়। আতশবাজির ঘটনা থেকে ২০০৯ সালে পারম শহরের লেম হর্স নাইটক্লাবে একটি অগ্নিকাণ্ডে ১৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।