News update
  • Global TB Cases Decline for First Time Since Pandemic     |     
  • 37 Killed as Bus Plunges into Deep Ravine in Southern Peru     |     
  • Developing countries united for a Just Transition Mechanism     |     
  • UN Warns of Worsening Hunger Crisis Threatening Millions     |     
  • Alamdanga’s disabled Zahurul sees the world through his hands     |     

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে মৃত্যু ৫০, ওরেগনে জরুরি অবস্থা

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-01-21, 9:14am

ettwyt-df10b74b708d9b811bfd4b73893e534f1705806895.jpg




যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে নিরবচ্ছিন্ন তুষারঝড়ে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। বিরূপ আবহাওয়ায় ঘটেছে দুর্ঘটনা, বিঘ্নিত হচ্ছে প্লেন চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। টানা তুষারপাত ও ঘন বরফের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

শুক্রবার (১৯ জানুয়ারি) মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য টেনেসিতে আবহাওয়া-সম্পর্কিত ১৪টি প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার পেনসিলভানিয়ার মহাসড়কে দুর্ঘটনায় পাঁচ নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া কেন্টাকিতে বিরূপ আবহাওয়ায় পাঁচজন মারা গেছেন। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। ওরেগনে গত বুধবার তুষারঝড়ের সময় পার্ক করা একটি গাড়ির ওপর বিদ্যুতের তার ছিঁড়ে তিনজন প্রাণ হারিয়েছেন।

এছাড়া নিউইয়র্ক, ইলিনয়, কানসাস, নিউ হ্যাম্পশায়ার, উইসকনসিন এবং ওয়াশিংটনেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্যমতে, ওরেগনে তুষারঝড়ের কারণে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। রাজ্যটির গভর্নর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ফ্লাইটঅ্যাওয়ার ডটকম জানিয়েছে, বিরূপ আবহাওয়ায় শুক্রবারও প্লেন চলাচল বিপর্যয়ের মুখে পড়ে। এদিন যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ১০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরও আট হাজার ফ্লাইট।