News update
  • Brisk Daily Chores May Boost Heart Health     |     
  • Govt Introduces New Policy for Outsourced Workers     |     
  • Bangladesh Suspends Yarn Imports from India via Land Ports     |     
  • Dhaka, Islamabad to Resume Foreign Office Consultations After 15-Yr     |     
  • Move at Full Speed for Smooth LDC Graduation: Chief Adviser     |     

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৭৭

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-01-19, 11:03am

rtewrwe-fb77ac03d7ceb254e526c5d282c14eda1737262982.jpg




গতকাল শনিবার (১৮ জানুয়ারি) নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ। ছবি: রয়টার্সের ভিডিও থেকে নেয়া

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ রোববার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় দুর্ঘটনার পর একটি ট্যাংকার বিস্ফোরণে ঘটনাস্থলে জ্বালানি সংগ্রহ করতে আসা ৭৭ জন নিহত হয়েছেন।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) উত্তর-মধ্য নাইজার রাজ্যের সুলেজা এলাকায় ট্যাংকারটি উল্টে যায় এবং এর ভেতরে থাকা জ্বালানি ছড়িয়ে পড়ে। 

কর্মকর্তারা জানিয়েছেন, লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই এটি বিস্ফোরিত হয়, এতে বেশ কয়েকজন নিহত এবং উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হন।

জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবারের বিস্ফোরণে আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সাম্প্রতিক মাসগুলিতে নাইজেরিয়ায় একই রকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। দেশটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং দুর্ঘটনা সাধারণ ঘটনা। প্রায়শই রাস্তাঘাটের খারাপ অবস্থা এবং খারাপ রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।