News update
  • Raise alarm over successive floods and drought in Teesta Basin: IFC     |     
  • UNOPS, Takeda partner to tackle Bangladesh's medical waste crisis     |     
  • Philippine Quake Kills Up to 60 as Rescue Efforts Continue     |     
  • Rohingya Crisis in Myanmar Seen as ‘Test for Humanity’     |     
  • Prof Yunus leaves New York for Dhaka     |     

মহড়া চালানোর সময় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-08-29, 7:46am

80710eca60e84c5588deae655831ad42ff3f44956b6de9fc-a6a3c3b4912cd1262f4b63d1b0d32a651756431968.jpg




পোল্যান্ডের রাডোমে একটি বিমান প্রদর্শনীর মহড়া চলার সময় পোলিশ বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিসজ নিশ্চিত করেছেন যে এই দুর্ঘটনায় পোলিশ সেনাবাহিনীর একজন পাইলট নিহত হয়েছেন।

তিনি এক্সে একটি পোস্টে লিখেছেন, ‘এফ-১৬ বিমান দুর্ঘটনায়, একজন পোলিশ সেনাবাহিনীর পাইলট মারা গেছেন। একজন অফিসার যিনি সর্বদা নিষ্ঠা এবং সাহসের সাথে দেশের সেবা করেছিলেন। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি, আমি আমার গভীর সমবেদনা জানাই। এটি বিমান বাহিনী এবং সমগ্র পোলিশ সেনাবাহিনীর জন্য একটি বিরাট ক্ষতি।

ভ্লাদিস্লাভ জানান যে, তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এক্সবার্তায় নিহত পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

তাৎক্ষণিকভাবে পাইলটের পরিচয় জানা যায়নি। 

এদিকে, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এয়ারশো র‌্যাডম ২০২৫ এর মহড়া চালানো সময়, যা এই সপ্তাহান্তে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন তা বাতিল করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুর্ঘটনার কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি মহড়া চালাচ্ছে, এরপর এতে আগুন ধরে যায়।

হিন্দুস্তান টাইমস স্বাধীনভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।