News update
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     
  • Govt Defends Prof Yunus’ Backing of ‘Yes’ Vote     |     
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-01-19, 7:53am

8e42665aa8dbac7970d65d7cdb46200d751aa2274927d2b2-9b25987276356fedfa170f7265e09e651768787633.jpg




দক্ষিণ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করেছেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) রাতে মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। তা বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। ফলে ওই ট্রেনটিও লাইনচ্যুত হয়।

ট্রেন দুর্ঘটনায় শোক জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, স্পেন আজ ‘গভীর বেদনার রাত’ সহ্য করতে হবে।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহত ৩০ জনেরও বেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

তিনি আরও বলেন, ঘটনাটি ‘অত্যন্ত অস্বাভাবিক’ মনে হচ্ছে, তবে এখনো এর আনুষ্ঠানিক কারণ জানা যায়নি। কী ঘটেছিল তা নির্ধারণ করতে তদন্তে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।