
Election Commission
পটুয়াখালী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪, কলাপাড়া-রাঙ্গাবালী নির্বাচনী এলাকায় ভোটারকে ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি, অকথ্য ভাষায় গালি গালাজ, হাত-পা ভেঙে দেয়া, নির্বাচন পরবর্তী সময়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা সহ ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয়ার হুমকি দেয়ার অভিযোগে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির চেয়ারম্যান তিন অভিযুক্ত সহ তাদের সমর্থিত প্রার্থীকে এ বিষয়ে ব্যাখ্যা তলব করে নোটিশ দিয়েছেন। রবিবার অভিযুক্তদের পক্ষ থেকে লিখিত ব্যাখ্যা দাখিল করা হয়েছে। এবং মঙ্গলবার বিকেলে ভুক্তভোগীর উপস্থিতিতে অভিযুক্তদের স্বশরীরে উপস্থিত থেকে এ বিষয়ে শুনানীর দিন ধার্য করা হয়েছে।- তথ্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান কার্যালয় সূত্র।
সূত্র জানায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নে এক ভোটারকে অভিযুক্তদের সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করায় তাকে ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি, অকথ্য ভাষায় গালি গালাজ, হাত-পা ভেঙে দেয়া, নির্বাচন পরবর্তী সময়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা সহ ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয়ার হুমকি দেয় মোস্তাফিজ তালুকদার, রাজিব তালুকদার ও তোফাজ্জল হোসেন। অভিযোগটি আমলে নিয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান অভিযুক্তদের ব্যাখ্যা তলব করেন। একই সাথে তাদের সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীকের এবিএম মোশাররফ হোসেনকেও রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২৫ এর ৩০ ধারা অনুযায়ী তলব করা হয়। তবে তিনি সশরীরে উপস্থিত না থেকে তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে পারবেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম শুরুর সাথে সাথে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ১১৪, পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় অভিযোগ বক্স স্থাপন করে। এতে ইসির নিয়োগপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান। - গোফরান পলাশ