The injured people after the accident
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ইট টানা ট্রলার ও মাছ ধরা ট্রলারের মুখোমুখি সংঘর্ষে অন্তত: ৬ জেলে আহত হয়েছে। বুধবার রাতে পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে এ দুই নৌযানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পরপর অন্য নৌযান শ্রমিকরা আহত জেলে আনোয়ার (৫৫), ইলিয়াস (৩০), ইয়াকুব হোসেন (৩৫),জাহিদুল ইসলাম (২২),জহিরুল ইসলাম (১৭), মিরাজ (২০) কে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে জেলে ইলিয়াসকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
মাছ ধারা ট্রলারের মালিক কুদ্দুস মাঝি বলেন, তারা ট্রলার নিয়ে মাছ শিকাররে জন্য রামনাবাদ চ্যানেলে যাচ্ছিলেন। এ সময় বীপরিত দিক থেকে আসা একটি ইট টানা ট্রলার কাদের ট্রলার কে ধাক্কা দেয়। এতে তার ট্রলারে থাকা জেলেরা গুরুতর আহত হয়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। - গোফরান পলাশ