Accident
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলীতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বরগুনা ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ী বাকেরগঞ্জ থেকে কর্মস্থল বরগুনা যাওয়ার সময় এ দুর্ঘনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টায় মির্জাগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে কাঠালতলী কলেজের পশ্চিম পার্শ্বে পন্ডিত বাড়ী সংলগ্ন সড়কে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন এসআই নজরুল। ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় পরিবহনটি আটক করতে পারেনি পুলিশ।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, নিহতের মরদেহ বাকেরগঞ্জ হাসপাতালে রয়েছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। - গোফরান পলাশ