News update
  • Hurricane Erin now catastrophic category 5 storm on Caribbean      |     
  • Dhaka’s survival at stake; how to make it ‘smart’?     |     
  • Bangladesh belongs to all, says Army Chief on Janmashtami     |     
  • July Charter final draft sent to parties excecution time dropped      |     
  • Arab League, OIC and GCC condemn ‘Greater Israel’ statement     |     

ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১১

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-04-16, 9:57am

loioqiq-fd95907b0a1f1f55b44b76cf236435941713239914.jpg




ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মোর্শেদ আলম জানান, কানাইপুরের দিকনগর এলাকায় ইউনিক পরিবহণের একটি বাস ঢাকা থেকে যশোরের দিকে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ১১ জন যাত্রী নিহত হযন। এ ঘটনায় আহত হন চারজন। তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসপি মোর্শেদ আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে ফরিদপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ ছাড়া সড়কের দুপাশে যে যানজট তৈরি হয়, সেটাও পুলিশ নিয়ন্ত্রণ করেছে।’

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।’এনটিভি নিউজ