News update
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     
  • Trump, Putin to Meet in Budapest After ‘Productive’ Call     |     
  • Dhaka stocks end week flat; Chattogram extends losses     |     
  • Torch rallies in 5 northern dists for Teesta Master Plan execution     |     
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-07-07, 10:16pm

1-2407071508-475a6d498c01dbe166834a23d53e280c1720369000.jpg




বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত আরও ২৫ জন।

রোববার (৭ জুলাই) বিকেলে শহরের সেউজগাড়ী আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার কিছু পরে সেউজগাড়ি পালপাড়া এলাকা থেকে রথযাত্রা নিয়ে কয়েক হাজার পুণ্যার্থী বের হন। রথটি আমতলা সেউজগাড়ী মোড়ে স্টেশন রোডে ওঠার পর রথের মাস্তুলের সঙ্গে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ ঘটে যায়। এতে মুহূর্তেই রথের সঙ্গে থাকা অসংখ্য পুণ্যার্থী বিদ্যুতায়িত হয়ে পড়েন।

দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অলক, অতশী, নরেশ ও রঞ্জিতা নামে ৪ জন মারা যান। পরে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান অজ্ঞাত আরও এক নারী। এখনও অন্তত ২৫ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় ৫ জন নিহত এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন ভর্তি রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নিহতদের সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা জনপ্রতি অনুদান প্রদান করা হবে। এ ছাড়াও আহতদের চিকিৎসা ব্যয়ভার জেলা প্রশাসন বহন করবে।’

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছিল। এ ধরনের দুর্ঘটনার জন্য কারও গাফিলতি থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এই রথযাত্রায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়াদুদ বলেন, ‘দুর্ঘটনায় আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সরা কাজ করছেন। হাসপাতালে ভর্তি ২৫ জনের মধ্যে ২ জন আইসিসিইউতে রয়েছেন।’