Dead body of a child who drowned in Kalapara on Monday.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে শোয়েব নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ধূলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু কলাপাড়া পৌরসভার এতিমখানা এলাকার নজরুল ইসলাম সড়কের বাসিন্দা কাজী নাজমুল আহসান মিঠুর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শিশু শোয়েব আহমেদকে নিয়ে তার নানার বাড়ি ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলি গ্রামে বেড়াতে যায় তার মা। সোমবার বেলা ১১টার দিকে খেলা করতে গিয়ে বাড়ির সকলের অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায় শিশুটি। পরে শিশুটিকে আসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে। - গোফরান পলাশ