ছোট-বড় গর্তের কারণে চলাচলের অনুপযোগী ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৩১ কিলোমিটার অংশ।
কোথাও ছোট-বড় গর্ত, আবার কোথাও উঠে গেছে পিচ; সঙ্গে আছে ধুলার যন্ত্রণাও। চলাচলের অনুপযোগী ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৩১ কিলোমিটার। বৃষ্টি হলে বাড়ে ভোগান্তি। এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
সরেজমিনে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার মহাসড়কে এমন চিত্রই চোখে পড়ে। একই অবস্থা ঝিনাইদহ থেকে যশোরগামী মহাসড়কের ভুটিয়ারগাতী-তেঁতুলতলা-বিষয়খালী-নিতমলার বিভিন্ন স্থানে। এর বেশিরভাগ স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। বৃষ্টি হলে জমছে পানি, আর সৃষ্টি হচ্ছে কাদা। চলাচলের জন্য এসব স্থানে মাঝে মধ্যে ইটের সোলিং করে দায়সারা মেরামত করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এ অবস্থায় দ্রুত সড়ক সংস্কারের দাবি তাদের।
স্থানীয়রা জানান, রাস্তার অবস্থা এতোটাই খারাপ যে, ২০ মিনিটের পথ যেতে সময় লাগে ৫০ মিনিট। রাস্তায় বড় বড় গর্ত থাকায় গাড়ি উল্টে যাচ্ছে, টায়ার বার্স্ট হচ্ছে। সড়কে এ অংশে চলাচল খুব মুশকিল। ভালো মানুষও অনের সময় এ পথে চলাচল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। অতিদ্রুত যেন এ রাস্তাটি ঠিক করা হয় -- এটাই দাবি স্থানীয়দের।
এ বিষয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়ক উইকেয়ার প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক মো. নিলন আলী বলেন, ‘বৃষ্টির কারণে সড়কে বিটুমিনের কাজ করা সম্ভব হয়নি। তবে, যখন বৃষ্টি হবে না, তখন রাস্তার কাজ শুরু হবে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে ওই রাস্তার কাজ শেষ করতে পারবো।’
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ করছে উইকেয়ার প্রকল্প। সময় সংবাদ