রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৪ মিনিটে লাগা আগুন রাত ১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাত ১২টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর জানতে পারি। সেখানে আমাদের প্রথম ইউনিট পৌঁছায় ১২টা ৫২ মিনিটে। পরে আমাদের আট ইউনিট কাজ করে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল, এমন সময় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এই মিডিয়া কর্মকর্তা।
এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, খিলগাঁওয়ে স-মিলে লাগা আগুনের ঘটনায় প্রায় ২০টি দোকান ও দুটি স-মিল পুড়েছে।
তিনি বলেন, আগুনে কেউ নিখোঁজ রয়েছেন এমন কোনো সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। এ ছাড়া আমরা এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংবাদ পাইনি। আরটিভি