News update
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     

৩ নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান

গ্রীণওয়াচ ডেস্ক দূষণ 2024-11-01, 6:45pm

8dfa39fdde495b6b8b75b7da888fb96e21a41f17ba37dc5f-f63c3078967451e9e04a7366a49ae6d21730465140.jpg




ঘোষণার পরও কাঁচাবাজারে পলিথিনেই দেদারসে বিক্রি হচ্ছে পণ্য। শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার মনিটরিংয়ে এসে এমনটা দেখেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।

ক্রেতা-বিক্রেতারা বলছেন, বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা।

এদিকে, পলিথিন ব্যবহারে লাগাম টানতে উৎপাদন কারখানাগুলোতে আগামী ৩ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়।

সচিব তপন কুমার বলেন, ‘মানুষের অভ্যাস পরিবর্তনে সময় লাগবে। তবে পলিথিন বন্ধের কার্যক্রম অব্যাহত রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘মনিটরিংয়ের মাধ্যমে মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য সরকার কাজ করছে। ৩ নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযানে নামা হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে আছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ)। সদস্য হিসেবে থাকছেন যুগ্মসচিব (পরিবেশ-১ অধিশাখা), উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১ ও ২) এবং সিনিয়র সহকারী সচিব (পরিবেশ-৩)। সময় সংবাদ।