News update
  • Pahela Baishakh Monday     |     
  • China to Gift 1,000-Bed Hospital to Rangpur     |     
  • Arrest Orders Hasina, Rehana, Tulip, 53 others      |     
  • Investment Summit Yields Tk 3,100cr in Proposals: BIDA Chief     |     
  • Cox’s Bazar Records Highest 36.8°C Temperature     |     

প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে অর্থ সহায়তা: সারজিস

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-11-01, 6:50pm

2ddb5c9798d3f97c1daf5f63f6f44d1a76b9a34e67fcb6be-fe96b259b5f1488e89a4b28ec9e707981730465415.jpg




ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে আগামীকাল শনিবার (২ নভেম্বর) থেকে অর্থ সহায়তা দেয়া শুরু হবে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে সহযোগিতা দেয়া হবে জানিয়ে সারজিস বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।’

তিনি আরও বলেন, ‘শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে ডিল করা হবে। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবার ৫ লাখ ও আহতদের ১ লাখ করে টাকা পাবেন।’

শহীদদের পরিবারকে বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেয়া হচ্ছে জানিয়ে সারজিস বলেন, ‘শুধু ১৬০০০ নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে।’

আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬০০ এর বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে বলেও জানান সারজিস। সময় সংবাদ।