News update
  • BUET team awarded for early breast cancer screening system     |     
  • Greater worker-owner bonhomie needed to speed up dev: Yunus     |     
  • Dhaka’s Rickshaws: The untold mystery of their numbers     |     
  • Historic May Day today - Thursday     |     
  • 248 arrested, illegal nets seized in 6-day drive: River Police     |     

পুষ্প সজ্জিত ভ্যাটিকান স্কোয়ারে বড় জনসমাবেশে ইস্টার উদযাপন করলেন পোপ

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2023-04-10, 9:32am

01000000-0aff-0242-60d7-08db38eba03f_cx0_cy9_cw0_w408_r1_s-58aee1f3787a6ac3d7266d43bf6e8fa61681097579.jpg




পোপ ফ্রান্সিস রবিবার ইস্টার উদযাপনের জন্য সেইন্ট পিটার্স স্কয়ারে একটি প্রার্থনার উদ্বোধন করেন। সেখানে যোগ দেন ডজন ডজন শীর্ষ ধর্ম-নেতা, হাজারো পূণ্যার্থী ও পর্যটক। এই অনুষ্ঠান উপলক্ষে ভ্যাটিকান সিটিকে বসন্তের ফুলে সজ্জিত করা হয়। বাসন্তী ফুলের বর্ণচ্ছটায় সমগ্র এলাকা উদ্ভাসিত হয়ে উঠে।

শনিবার নেদারল্যান্ডস থেকে কমলা-লাল টিউলিপ, হলুদ ফরসাইথিয়া ও ড্যাফোডিলসহ নানা জাতের বর্ণিল মৌসুমি ফুল ট্রাকে করে নিয়ে আসা হয়। মালিদের নিয়োগ করা হয় ভ্যাটিকান সিটিকে দ্রুত ফুল সজ্জিত করতে।কেননা, রবিবার ভ্যাটিকানবাসী এবং এই পবিত্র সপ্তাহের অতিথি আগমনে পূর্ণ হয়ে পড়বে ভ্যাটিকান স্কোয়ার।

ভ্যাটিকানের নিরাপত্তা সার্ভিসের দেয়া তথ্য অনুযায়ী, মাঝ-সকালের প্রার্থনায় অংশ নিতে প্রায় ৪৫ হাজার মানুষ সমবেত হন।

খ্রিস্টধর্ম পালনকারীদের অন্যতম মৌলিক বিশ্বাস, ক্রুশবিদ্ধ হওয়ার পর, যীশু খৃস্টের পুনর্জন্ম হয় এই তিথিতে।এর ভিত্তিতে ইস্টার পার্বণের উদ্ভব হয়। কিছুটা ক্লান্ত কণ্ঠে লাতিন ভাষায় ধর্মীয় অনুষ্ঠানের প্রথাগত বাণী উচ্চারণ করেন পোপ এবং পবিত্র পানি ছিটিয়ে অনুষ্ঠান শুরু করেন।

রাতে অস্বাভাবিক ঠাণ্ডা আবহাওয়ার কারণে ব্রংকাটাইস থেকে এখনো আরোগ্য লাভের পথে থাকা পোপ ফ্রান্সিস(৮৬) রোমের কলিসিয়ামে ঐতিহ্যবাহী গুড ফ্রাইডে মিছিলে অংশ নেননি।

প্রার্থনা শেষে, ফ্রান্সিস ইস্টার উপলক্ষে পোপের প্রথাগত বক্তৃতা দেন। এটি লাতিন ভাষায় “উরবি এট অরবি” নামে পরিচিত। যার অর্থ শহর এবং বিশ্বের প্রতি। ধর্মীয় নিপীড়নসহ বিশ্বজুড়ে যুদ্ধ এবং অন্যায়ের নিন্দা করার জন্য প্রায়ই এই বার্তাটি দেয়া হয়।

গত সপ্তাহে রোমের একটি হাসপাতালে ৩ দিন ভর্তি ছিলেন পোপ। সে সময় ব্রংকাইটিসের চিকিৎসার জন্য ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক প্রয়োগের পর তিনি মোটামুটি সুস্থ হয়ে ওঠেন। ১ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কলিসিয়ামের ওয়ে অফ দ্য ক্রস মশাল মিছিলে অংশ নেয়া ছাড়া তিনি এই পবিত্র সপ্তাহ জুড়ে অসংখ্য অনুষ্ঠানে অংশ নেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।