News update
  • Japan, India reject Biden's describing them as xenophobic countries     |     
  • PM opens new AFIP Bhaban, Sena Prangan Bhaban in Dhaka Cant     |     
  • Mother, son die in lightning strike in Khagrachhari     |     
  • Dhaka’s air quality 7th worst in the world Sunday morning     |     
  • Dhaka’s air quality 7th worst in the world Sunday morning     |     

প্রথম হজ ফ্লাইট কবে জানালো মন্ত্রণালয়

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2023-05-18, 9:15pm

resize-350x230x0x0-image-223827-1684410912-237b8db7a4575c96fa0872e5b9598c341684422915.jpg




চলতি বছরের হজ কার্যক্রম শুক্রবার (১৯ মে) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন শনিবার (২০ মে) হজের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।

বৃহস্পতিবার (১৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, গতবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের কারণে ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করলেও এবার তিনি সশরীরে উপস্থিত থাকবেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। ওইদিন কয়েকজন হজযাত্রীর সঙ্গে মতবিনিময়ও করবেন প্রধানমন্ত্রী। তবে উদ্বোধনী অনুষ্ঠানের নির্দিষ্ট সময় এখনও জানা যায়নি।

এ ছাড়া চলতি বছরের হজের প্রথম ফ্লাইট শনিবার (২০ মে) দিবাগত রাত পৌনে ৩টায় সৌদি আরব যাবে। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার হজযাত্রীদের জন্য মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।