News update
  • Tsunami alert after a volcano in Indonesia has big eruptions     |     
  • UNRWA seeks support against Israeli call for its dissolution     |     
  • Dubai's airport and highways flooded     |     
  • Dhaka’s air quality remains ‘unhealthy’ on Thursday Morning      |     
  • How Iran attacks exposed Israel's weakness     |     

সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2023-06-02, 10:09am

resize-350x230x0x0-image-225877-1685676300-f47a62c6e3f889b9f4a67f3b493d94ed1685678969.jpg




চলতি বছর হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৪৪ হাজার ১৫৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১ জুন) দিনগত রাতে হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৮৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৬ হাজার ২৯৭ জন।

এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত মো. আব্দুল ওয়াহেদ (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর A04664227।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।