News update
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     
  • Tarique for action against those who formed illegal parliaments, govts     |     
  • India, Pakistan Agree to Ceasefire in US-Mediated Talks     |     
  • Single women struggle for accommodation in Dhaka     |     

দেশে মোবাইল সিম ব্যবহারকারী ১৮ কোটি, ইন্টারনেট ১৩ কোটি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2023-06-02, 10:12am

resize-350x230x0x0-image-225874-1685675062-f00daffeffae76433ea1f673cb1b01c51685679171.jpg




দেশে মোবাইল সিমের ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির বেশি।

বৃহস্পতিবার (১ জুন) সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কাজ করছে। সেগুলো হলো সংযোগ, দক্ষ মানবসম্পদ, ই-গভর্নমেন্ট এবং আইসিটি শিল্পের প্রসার।

অর্থমন্ত্রী বলেন, এই চারটি ক্ষেত্রেই আমাদের অগ্রগতি ও অর্জন অভূতপূর্ব। আমাদের সরকারের উদ্যোগে ইন্টারনেট ব্যান্ডউইথ প্রতি এমবিপিএস বর্তমানে ৭৮ হাজার টাকার পরিবর্তে ৩০০ টাকার কম দামে পাওয়া যাচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এরপর বাজেট নিয়ে দীর্ঘ আলোচনার পর আগামী ৪ জুন অধিবেশন মুলতবি করা হয়।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। তথ্য সূত্র আরটিভি নিউজ।