News update
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     
  • Trump claims Russia, China secretly conduct underground nuclear tests     |     

জাতীয় সংগীত পরিবর্তনে হাত দেবে না সরকার : ধর্ম উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-09-07, 7:15pm

dhrm-updessttaa-8c6357c82815f1292cf36e61247820e61725714917.jpg




জাতীয় সংগীত পরিবর্তনসহ যেকোনো বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো ইস্যুতে অন্তর্বর্তী সরকার হাত দেবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয়, এমন কোনো জায়গায় আমরা হাত দেবো না। আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা। রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করা।’

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা-মাশায়েখসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আগে আমরা সবকিছু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনব। এরপর আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করব। এরপর নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘মসজিদ, মন্দির ও মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনায় যারা হামলা চালায়, তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

সব ধর্ম-বর্ণের মানুষদের নিয়েই এ দেশ গঠিত উল্লেখ করে ড. খালিদ হোসেন বলেন, ‘নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদরাসার ছাত্রদেরকে পূজার সঙ্গে সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে। স্থানীয় প্রশাসনকে এ নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান ও ইসলামিক ফাউন্ডেশনে বোর্ড অব গভর্নর মাওলানা জামাল উদ্দিন সন্দীপী। তথ্য সূত্র এনটিভি নিউজ।