News update
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     
  • RMG Exports Up 10.84% in July–March     |     

ষষ্ঠীতে একযোগে শতাধিক ভক্তের গীতা পাঠ

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-10-09, 6:49pm

iuewyriewor9-432cccdb163388a0e89abedeb237a4be1728478178.jpg




ঠাকুরগাঁওয়ের একটি পূজামণ্ডপে উৎসব মুখর পরিবেশে একযোগে গীতা পাঠ করেছেন শতাধিক ভক্ত।

বুধবার (৯ অক্টোবর) দুর্গাপূজার মহাষষ্ঠীর দিনে বেলা ১১টায় জেলা সদরের ফাড়াবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এই আয়োজন করে পূজা উদ্‌যাপন কমিটি।

দেবী দুর্গাকে প্রার্থনা আর দেশ ও জাতির মঙ্গল কামনায় একযোগে গীতাপাঠে অংশ নেন ভক্তরা। এমন আয়োজন উপভোগ করতে সনাতনী ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষ সেখানে উপস্থিত হন।

এবারের পূজা কিছুটা শঙ্কার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও সকলের সহযোগিতায় ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানায় আয়োজকরা।

এ বিষয়ে ফাড়াবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র বর্মন বলেন, ভালোভাবেই পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরই এ মণ্ডপে ব্যতিক্রম আয়োজন থাকে।

উৎসবকে আরও প্রাণবন্ত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।