News update
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     
  • Bodies of three Bangladeshis killed in India's Tripura handed over     |     
  • Khaleda, Tarique invited to July Charter signing ceremony     |     
  • Climate adaptation could unlock millions of jobs, growth in BD     |     
  • UN Rights Chief Welcomes Bangladesh's Abuse Prosecutions     |     

কালী পূজা আজ

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-10-31, 10:08am




আজ বৃহস্পতিবার, হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা বা কালী পূজা। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পূজা হয়ে থাকে।

পুরাণ মতে, দেবী দুর্গার একটি শক্তি কালী। কালী পূজা হলো শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। ভক্তদের কাছে কালী দেবী শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামেও পরিচিত।

কালী পূজার দিন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করতে সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করেন। একে দীপাবলি বলা হয়।

কালীপূজাতেও গৃহে বা মণ্ডপে প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামসহ শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সবুজবাগ থানাধীন শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিঁও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতী বাজার, শাখারী বাজার, বাংলাবাজারসহ দেশের বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে কালী পূজা অনুষ্ঠিত হবে।