News update
  • World leaders meet in Brazil to tackle global warming     |     
  • Brazil Launches Fund to Protect Forests and Fight Climate Change     |     
  • UN Warns Conflicts Are Devastating Ecosystems Worldwide     |     
  • Flood-hit Kurigram char residents see little hope in politics, elections     |     
  • Air quality of Dhaka continues to be ‘unhealthy’ Friday morning     |     

হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-02-04, 2:34pm

rtwrwerw34-93fa3cb8602a52ecfe00b986428f52781738658094.jpg




চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা যোগ দেন এ উৎসবে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, তর্ত্তিপুরে সকাল থেকে চলছে ধর্মীয় আলোচনা, কীর্তনসহ নানা আয়োজন। উৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় রয়েছে প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ ও খাবারের দোকান। আরটিভি