News update
  • Insidious campaign by Israel denying lifesaving aid to Gaza      |     
  • Guterres appeals for maximum restraint in the Middle East     |     
  • Gaza: UN experts decry ‘systemic obliteration’ of education system     |     
  • Bangladesh’s forex reserves fall below $20 billion again     |     
  • Not only BNP men, AL imprisoned country’s people too: Rizvi     |     

বগুড়া-৬ ও ৪ আসনের উপনির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-01-31, 9:14am

resize-350x230x0x0-image-209786-1675115294-7b4a6b8c4610273e4b0c27d80b1954231675134891.jpg




জাতীয় সংসদের আসন ৪১ বগুড়া-৬ (সদর) এবং আসন ৩৯ বগুড়া-৪ (কাহালু - নন্দীগ্রাম) এর উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (১ ফেব্রুয়ারি)।এই উপনির্বাচন উপলক্ষে বগুড়া সদর, কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল, ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ, ইঞ্জিন চালিত সকল ধরণের নৌ-যান, স্পিড বোট ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ৩০ জানুয়ারি রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতিসাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বাচনি এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য। এ ছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা শিথিল করেছে।

প্রসঙ্গত, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়ার দুটিসহ মোট শূন্য ৬টি আসনের উপনির্বাচনের ভোট গ্ৰহণ করা হবে বুধবার। তথ্য সূত্র আরটিভি নিউজ।