News update
  • IFC for united movement to realise fair share of water from India     |     
  • Attacks on foreign students, including Bangladeshis, in Kyrgyzstan     |     
  • “BB lost ability to make independent decisions for banking sector”     |     
  • Flash floods kill at least 68 people in Afghanistan     |     

ইসির সঙ্গে আলোচনায় যাবে না বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-03-24, 11:16am

resize-350x230x0x0-image-217058-1679630080-980e48bd8a5c58f0924496871fdea0f21679634962.jpg




নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনায় যাবে না বিএনপি। দলটি বলছে, নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করা অনর্থক।

আগামী নির্বাচন নিয়ে আলোচনায় বসতে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তবে বিকেলে পাঠানো চিঠি হাতে পেলেও ইসির আমন্ত্রণে সাড়া না দেওয়ার বিষয়ে অনড় বিএনপি।

নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বলেছেন, বিষয়টি নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা নির্বাচন কমিশনে কোনো আলোচনায় যাব না।

ফখরুল বলেন, আমরা মনে করি, এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না।

এদিকে নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে আলোচনার জন্য দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি।

ইসি সূত্র জানায়, বিএনপি আলোচনায় আসতে রাজি হলে তাদের সঙ্গে কথা বলে আলোচনার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।