News update
  • Dhaka Seeks Mutual Respect in Ties with India: Touhid     |     
  • HC Scraps Appointments of 6,531 Primary Teachers     |     
  • US executive orders continue     |     
  • Fakhrul, Zaima, Khosru Meet Destro, Beasley in Washington     |     
  • US Shifts Stance as Trump’s Gaza Plan Sparks Global Outrage     |     

গাসিক নির্বাচন : প্রচারণা শেষ, ভোটগ্রহণ বৃহস্পতিবার

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-05-24, 10:03am

resize-350x230x0x0-image-224562-1684896063-2993b2366e0f03760fae7ce7d3be828f1684901017.jpg




আগামীকাল বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন কমিশন।

বুধবার (২৪ মে) সকাল থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ভোটের যাবতীয় সরঞ্জাম। মঙ্গলবার (২৩ মে) মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে।

জানা গেছে, বুধবার (২৪ মে) সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হবে ভোটের যাবতীয় সরঞ্জাম। তবে ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং মহিলা ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছেন ১৮ জন। ৪৮০টি ভোট কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা বিধানকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এজন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ একজন এসআই অথবা এএসআই ও চারজন কনস্টেবল, অস্ত্রসহ একজন আনসার, একজন অস্ত্রসহ এপিসি, লাঠিসহ চারজন মহিলা ও ছয়জন পুরুষ আনসার-ভিডিপি সদস্যসহ ১৭ জন মোতায়েন থাকবে। আর সাধারণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ একজন এসআই অথবা এএসআই ও তিনজন কনস্টেবল, অস্ত্রসহ একজন আনসার, একজন অস্ত্রসহ এপিসি, লাঠিসহ চারজন মহিলা ও ছয়জন পুরুষ আনসার-ভিডিপি সদস্যসহ ১৬ জন মোতায়েন থাকবে।

ইসি মো. আলমগীর জানান, গাজীপুর সিটিতে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। তবে আমাদের কাছে ৪৮০টি কেন্দ্রের সবগুলোই গুরুত্বপূর্ণ। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৫১টি কেন্দ্র। আর ১২৯টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।