News update
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     

নির্বাচন পর্যবেক্ষণে আসছে বিদেশি ৮০ পর্যবেক্ষক

গ্রীণওয়াচ ডেক্স নির্বাচন 2024-01-03, 8:53am

1636cc90-a8ae-11ee-984b-97d21daffaf0-0eb37127a93363e4e6eb15c6adaea3671704250399.jpg




আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ১১টি দেশ থেকে পর্যবেক্ষক আসার কথা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ জন পর্যবেক্ষকের ভোট দেখতে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণ করতে শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, ভারত, জাপান, গাম্বিয়া, নাইজেরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন ও মরিসাস থেকে পর্যবেক্ষকরা দেশে আসবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআই-এনডিআই এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিশেষজ্ঞ দল নির্বাচন পর্যবেক্ষণ করতে ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে।

এ ছাড়া, কমনওয়েলথ, ওআইসি ও আরব পার্লামেন্ট থেকেও প্রতিনিধি দল ভোট দেখতে আসার কথা রয়েছে। বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের সংখ্যা কতজন হবে, তা কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। তবে অনেক পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত রাশিয়া, চীন, জাপান, ভারত, নাইজেরিয়া, গাম্বিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন এবং মরিশাসসহ ১১টি দেশ থেকে প্রায় ৮০ জন নির্বাচন পর্যবেক্ষকের বাংলাদেশে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া নির্বাচনের খবর সংগ্রহ করতে বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মীরও দেশে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এবার প্রায় দেড়শ বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ২২৭ জন আবেদন করেছেন বলে ইসির সূত্রে জানা গেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।