News update
  • Chief Adviser Dr. Yunus leaves Dhaka for Davos to attend WEF     |     
  • Fertiliser crisis hits Shailkupa Onion farmers in peak season     |     
  • Trump returns to power after unprecedented comeback     |     
  • US Charge d’affaires Tracey Jacobson calls on Chief Adviser     |     
  • Infections cause 20-40% of newborn deaths in BD: Study     |     

এনআইডির জরুরি সেবা অব্যাহত রাখতে ইসির নির্দেশনা

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-01-21, 11:19am

retwerewr-90eaa41aab2e84d23edc0c25e402d3cd1737436750.jpg




জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জরুরি সেবা অব্যাহত রাখতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ জানুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, গত ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদন কার্যক্রম চলমান রয়েছে। ওই কার্যক্রমের পাশাপাশি বিদেশগামী ও অতি জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিগণের চলমান প্রক্রিয়ায় যথারীতি নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা মোতাবেক নির্বাচন কমিশন সদয় নির্দেশনা দিয়েছেন।

এ অবস্থায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিদেশগামী ও অতি জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিগণের নতুন ভোটার নিবন্ধন ও আপলোড এবং জাতীয় পরিচয়পত্রের সংশোধনসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারদের অনুরোধ করা যাচ্ছে।আরটিভি