News update
  • Guterres Urges Action as Peace Remains Elusive in a Fractured World     |     
  • Why inclusion matters for tackling corruption     |     
  • JS polls to be held by February 15: Shafiqul Alam     |     
  • Myanmar Faces War, Disasters, Hunger, and Mass Displacement     |     
  • UN Warns Israeli Doha Strike Risks Regional Escalation     |     

ভোটার তালিকার সংখ্যাগত তথ্য জানালো ইসি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-08-10, 2:48pm

e358dfc2298aa28d33974474271f21df35ee8c12a98f1f73-c922be662c36b197a77d092f2300f6991754815701.jpg




দেশে এখন ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। গত ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকায় নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন যুক্ত, আর মৃত ভোটার কর্তন করা হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।

রোববার (১০ আগস্ট) নির্বাচন ভবনে সম্পূরক ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলনে সংখ্যাগত এ তথ্য জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব জানান, দেশের সব নির্বাচন অফিসে স্ব স্ব এলাকার হালনাগাদকৃত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

আখতার আহমেদ জানান, নির্বাচনের আগে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে ১৮ বছর বয়স হয়েছে, এমন তরুণরা ভোটার হতে পারবেন।

তিনি আরও জানান, আগামী ২১ আগস্ট পর্যন্ত ত্রুটিবিচ্যুতি সংশোধনে আবেদন জানাতে পারবেন ভোটাররা। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত হবে তালিকা।

ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সঠিক করতে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে বাদ পড়া ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ শুরু করে ইসি।