News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

'সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে'

নির্বাচন 2025-11-01, 11:23pm

election-commissioner-anwarul-islam-sarkar-speaking-in-patuakhali-on-saturday-489886a5648d3315420b550688d4e1401762017808.jpg

Election Commissioner Anwarul Islam Sarkar speaking in Patuakhali on Saturday.



পটুয়াখালী: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, 'সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর। এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে। রিটানিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবে।' নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম শনিবার সকাল ১১টায় কুয়াকাটায় নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

কুয়াকাটা কোডেক ট্রেনিং সেন্টার সভাকক্ষে বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালরয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত  পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপ প্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।

কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কমিশন কমকর্তা  ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০জন কর্মকর্তা অংশ নেয়। - গোফরান পলাশ