News update
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     
  • Tarique Rahman, Daughter Zaima Added to Voter List     |     
  • NCP and LDP Join Jamaat-Led Eight-Party Alliance     |     
  • Tarique Rahman’s gratitude to people for welcoming him on his return     |     
  • Attorney General Md Asaduzzaman resigns to contest election     |     

পটুয়াখালী-০৪ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নির্বাচন 2025-12-28, 11:31pm

a-nomination-paper-in-favour-of-bnp-candidate-for-patuakhali-4-abm-mosharraf-hossain-was-submitted-on-sunday-28-dec-2025-69bf09e7fbd60b59373ce9190c52817f1766943077.jpg

A nomination paper in favour of BNP candidate for Patuakhali 4, ABM Mosharraf Hossain was submitted on Sunday 28 Dec 2025.



পটুয়াখালী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। রবিবার দুপুর বারোটায় কলাপাড়া উপজেলার সহকারী রিটার্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে ৫ সদস্যদের একটি দল এ মনোনয়ন পত্র দেন।

এসময় বিএনপি ও অংসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবিএম মোশাররফ হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন। - গোফরান পলাশ