News update
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     
  • Recruiting agencies’ explosive growth in BD unchecked: RMMRU     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Thursday morning     |     

ঘরে বসেই ইসিতে জানানো যাবে নির্বাচন সংক্রান্ত অভিযোগ

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-07, 2:36pm

45tr43534534-999c3edd624a3c54b7334355fd9909d11767775003.jpg




গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও নাগরিকদের জন্য নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই নির্দিষ্ট কর্মকর্তা ও ইমেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অঞ্চলভিত্তিক অভিযোগ গ্রহণ ও সমন্বয়ের দায়িত্বে নির্দিষ্ট কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিলেট অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ।

ইসি জানায়, সিলেট বিভাগের নাগরিক সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর ০১৭১৭২৪৪০৭৮ এ যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত ইমেইল sylhet.region.complain@ecs.gov.bd এর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগ পাঠানো যাবে। 

এছাড়া, কেন্দ্রীয় পর্যায়েও অভিযোগ জানাতে centralcord.complain@ecs.gov.bd এবং mscentralcord.complain@ecs.gov.bd এই দুটি ইমেইল ঠিকানা চালু রাখা হয়েছে।

নির্বাচন কমিশন আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধানের লক্ষ্যে গত ১৪ ডিসেম্বর ২০২৫ দেশের ৩০০ সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন আসনের অভিযোগ এসব কমিটির কাছেও সরাসরি দাখিল করা যাবে।

ইসির দাবি, এই উদ্যোগ সিলেট বিভাগসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক হবে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ জানিয়েছে কমিশন।