News update
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     
  • Madhyanagar Upazila in limbo four years after formation     |     
  • BNP leader injured in gun shot in Keraniganj     |     
  • Tarique’s 1st day 16-hours campaign runs till 5am Friday      |     
  • Farmer suffers Tk 10 lakh as watermelon field vandalized in Sylhet     |     

১০ টাকা কেজি চালের মতো কার্ডের লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-23, 10:34am

img_20260123_103213-79015c58d8b2c86191039488f19b7d251769142857.jpg




জনগণকে ১০ টাকা কেজি দরে চাল দেয়ার মতো করে এখন বিভিন্ন কার্ডের লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মিথ্যা কোনো স্বপ্ন নয়, সরকার গঠন করলে যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।

মিথ্যা কোনো স্বপ্ন নয়, সরকার গঠন করলে যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরাঞ্চলে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের এ শীর্ষ নেতা।

তিনি বলেন,আমরা মানুষকে কেনার চিন্তা করি না। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন। ১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে। মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেয়া হচ্ছে। আমরা কিন্তু ওই সমস্ত চোরাপথে জনগণের যে ভোটের বৈধ অধিকার এবং পাওয়ার এটাকে আমরা প্রভাবিত করাকে ঘৃণা করি।

মিথ্যা কোনো স্বপ্ন নয়, সরকার গঠন করলে যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক উন্নয়নের আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের ভোটে, তাদের ভালোবাসায়, তাদের সমর্থনে আমরা যতি দেশ সেবার সুযোগ পাই, সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে, কোনো অলীক স্বপ্ন নয়, মিথ্যা ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফ ভিত্তিক ‍উন্নয়ন এবং সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করব।

পোস্টাল ব্যালট নিয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালট যাওয়া শুরু হয়েছে। বেশকিছু জায়গায় এখনও পৌঁছায়নি। সময় ঘনিয়ে এসেছে। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিতে অনুরোধ করব। এট যেন নিশ্চিত হয় এমন সময়ের ভেতরে এই ব্যালট যেন ভোট নিয়ে ফিরে আসতে পারে। না আসতে পারলে জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে। 

প্রবাসীদের কাছে অনুরোধ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, এই যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা যদি মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়, আপনারা যে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হন সেটার একটা শক্ত প্রতিকারের ব্যবস্থা আপনাদের হাতে তুলে দেয়া হয়েছে।

কাজেই আপনি যাকে ভালোবাসেন, যে দলটাকেই পছন্দ করেন, যে ব্যক্তি আপনার পছন্দের, আপনি নিঃসঙ্কোচে তাকেই ভোট দেবেন। আপনার ভোটই নির্ধারণ করে দেবে আগামী দিনে এই দেশ কে পরিচালনা করবে। এই দেশের সেবার সুযোগ কারা পাবে। আপনি যদি অবহেলা করে আপনার ভোট না দেন তাহলে হতে পারে একটা ভোটই কোনো একটা আসনে ব্যবধান তৈরি করে দিতে পারে। তখন আপনি যে কামনা করেছিলেন সেটার প্রতিফলন হবে না। তখন হয় তো অন্যকিছু হয়ে যাবে। মনে রাখবেন, ভোট শুধু আপনার অধিকার না, আপনার পবিত্র দায়িত্বও। এ দুটোই আপনাকে পালন করতে হবে।

গণভোট নিয়ে জামায়াত আমির বলেন, রাজনীতিতে আমরা যারা বড় ধরনের পরিবর্তন চাই, গণভোটে আমরা ‘হ্যাঁ’ বলব। 

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে যেহেতু জাতি গঠন করতে চাই, এককভাবে ও দলীয়ভাবে নির্বাচনে আমরা যাচ্ছি না। আমরা বাংলাদেশের সকল দেশপ্রেমিক এবং ইসলামী দলগুলোকে নিয়ে একসাথে যাচ্ছি। ব্যতিক্রম কিছু থাকতে পারে। আমরা জাতিকে আশ্বস্ত করেছি, একা নয়, আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব।