News update
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     
  • Law and Order Must Be Ensured Ahead of Polls: Prof Yunus     |     
  • Tough times ahead, everyone must remain united: Tarique Rahman     |     
  • Sirajganj’s luxuriant mustard fields bloom as an oasis of gold     |     

যশোর বোর্ডের বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2022-09-16, 7:56pm




যশোর শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রুটিন অনুযায়ী এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে যশোর শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বৃহস্পতিবার যশোর বোর্ডের নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষার সময় ভুলবশত বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ করা হয়। এ কারণে শুধুমাত্র এমসিকিউ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমসিকিউ পরীক্ষা না হলেও বাংলা দ্বিতীয়পত্রের সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত এমসিকিউ পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। তথ্য সূত্র বাসস।