News update
  • “Despite economic success, developing Asia unprepared for elderly wellbeing”     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Thursday morning     |     
  • 8 BD nationals die in Tunisia boat capsize: Bodies due today     |     
  • Truck-microbus collision kills 5 in Habiganj     |     

রাঙ্গাবালীতে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে তিন শিক্ষক গ্রেফতার

পরীক্ষা 2022-09-20, 10:31pm

three-teachers-arrested-for-supplying-copying-materials-in-examination-halls-7a73aeafc69a4bf99e4f490f1c1c40a91663691498.jpeg

Three teachers arrested for supplying copying materials in examination halls.



পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে তিন শিক্ষকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মৌডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদেরকে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস(৩২), গনিতের খণ্ডকালীন শিক্ষক মো.তৈয়ব(৩২) ও সমাজ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক রীমা বেগম(২৭)।

মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ হাসান জানান, পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকে প্রশ্ন পত্রের ওপর উত্তর লিখে শিক্ষার্থীদের কাছে দেয়ার সময় তাদের তিন জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন। পরীক্ষা শেষে তাদেরকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। এরপর সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে  পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে জানতে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমানকে মুঠোফোনে  একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। - গোফরান পলাশ