News update
  • Nearly 2 m people depend on assistance from UNRWA     |     
  • UNICEF in BD urges parents to keep children hydrated, safe     |     
  • 2 farmers die from heat stroke in Nilphamari, toll 5 so far     |     
  • Iran’s Ebrahim Raisi to open Lankan hydropower, irrig project     |     
  • Danger warning issued for Bangkok as extreme heat bites     |     

কুমিল্লা শিক্ষা বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-02-08, 2:53pm

resize-350x230x0x0-image-211053-1675841956-18420f0e99a850bbcc7981a3ce17dd4b1675846400.jpg




উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.৭২ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে একই দিন বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ৭৭ হাজার ৯০৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এদিকে এবছর কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৫৭ জন মেয়ে শিক্ষার্থী। মেয়েদের শতকরা পাসের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ। তথ্য সূত্র আরটিভি নিউজ।