এইচএসসি ও সমমান পরীক্ষা পেছাতে এবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চিঠি দিয়েছেন পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সই করা চিঠি বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আমরা এইচএসসি ব্যাচ ২০২৩ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ সব শিক্ষার্থী। এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা মাত্র এক বছর পাঁচ মাস সময় পেয়ে পূর্ণমান ১০০ নম্বরে পরীক্ষা দিতে প্রস্তুত নয়। আমরা সিলেবাস শেষ করতে পারিনি। এ স্বল্পসময়ে সিলেবাস শেষ করতে না পারায় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে।
চিঠিতে শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, সব বিষয়ে পূর্ণমান ৫০ নম্বরের পরীক্ষা গ্রহণ অথবা দুই মাস পিছিয়ে পরীক্ষা গ্রহণ করা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বলেন, শিক্ষার্থীদের দেওয়া চিঠিটি যথাযথ প্রক্রিয়ায় শিক্ষামন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।
এর আগে, রাজধানীর বকশিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে পরীক্ষা ৫০ নম্বরে নিতে বিক্ষোভ করেন কিছু শিক্ষার্থী। পরে তারা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়ে রোববার (১৩ আগস্ট) পর্যন্ত আন্দোলন স্থগিত করেন।
উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।