News update
  • It’s official: January was the warmest on record     |     
  • OIC Condemns Trump's Statement on Displacing Palestinians from Gaza      |     
  • Turnout in Boi Mela increasing, key focus on July uprising     |     
  • Bangladesh Summons Indian Envoy Over Hasina’s Remarks     |     
  • 14 individuals, women's football team to get Ekushey Padak     |     

একাদশে ভর্তিতে কোন কলেজে কত খরচ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-09-27, 7:07pm

resize-350x230x0x0-image-241536-1695818641-0408f4b79774773ca6f1be5430bf2b6e1695820071.jpg




আবেদন, নির্বাচন, নিশ্চায়ন শেষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে একাদশে ভর্তির বেতন-ভাতা ও খরচের বিষয়ে জানানো হয়েছে।

এতে জানানো হয়, শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মহানগরে পাঁচ হাজার টাকা সেশন চার্জ ও ভর্তি ফি দিতে হবে। অন্য মহানগর এলাকায় তিন হাজার, জেলায় দুই হাজার ও উপজেলায় দেড় হাজার টাকা ভর্তি ফি দিতে হবে।

এমপিওভুক্ত নয়, এমন শিক্ষাপ্রতিষ্ঠান বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি কত নেওয়া হবে, সেটি শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় উল্লেখ করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে বাংলা ভার্সনে সাড়ে সাত হাজার ও ইংরেজি ভার্সনে সাড়ে আট হাজার টাকা নেওয়া যাবে।

অন্যান্য মহানগরে বাংলা ভার্সনে পাঁচ হাজার ও ইংরেজি ভার্সনে ছয় হাজার, জেলা পর্যায়ে বাংলা ভার্সনে তিন হাজার ও ইংরেজি ভার্সনে চার এবং উপজেলায় বাংলা ভার্সনে আড়াই ও ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা নেয়া যাবে বলে জানানো হয়।

‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৩’ অনুসারে অক্টোবর থেকে বেতন কার্যকরে দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।