News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

গ্রীণওয়াচ ডেক্স পরীক্ষা 2023-11-28, 5:50am

resize-350x230x0x0-image-249627-1701102855-4f87d1d19f896b7bf88b81202a5bf7eb1701129037.jpg




জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৮ শতাংশ।

সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

সারাদেশে এবার ৭০২টি কেন্দ্রে ১ হাজার ৮৯৭টি কলেজের মোট ১ লাখ ৭৩ হাজার ৩৩১ (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষার্থী ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইটে পাওয়া যাবে।