News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

একই দিনে ৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-12-15, 8:11am

img_20241215_080847-8324a058b866cece69d3592d5f80b2661734228663.jpg




২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হবে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। আগামী ২২ ফেব্রুয়ারি এ তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং শহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বয় করে আলাদা তারিখ নির্ধারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদের বিষয়গুলোর ভর্তি পরীক্ষা হবে ২২ ফেব্রুয়ারি। একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা হবে।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও আগামী বছরের ২২ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন সকালে শাবিপ্রবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও বিকেলে মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে।

শিক্ষার্থীরা বলছেন, বেশির ভাগ শিক্ষার্থী একের অধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। একই দিনে তিনটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া অসম্ভব। তাছাড়া পরীক্ষার তারিখের পাশাপাশি সময়ও একই। ভৌগোলিক দিক দিয়ে তিনটি বিশ্ববিদ্যালয় ভিন্ন ভিন্ন অঞ্চলে অবস্থিত।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনে আগ্রহী নয়।

এ বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বলেন, জগন্নাথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ মিলে গেছে। এ নিয়ে ভর্তি কমিটি কাজ করছে। আরটিভি।