News update
  • Trump Ends Historic US Shutdown After 43-Day Standoff     |     
  • Dhaka’s air quality ‘very unhealthy’ on Friday morning     |     
  • Golden harvests, rising straw prices bring smiles to Rangpur farmers     |     
  • Divergences continue over Global Stocktake negotiations     |     
  • BNP not to take responsibility if CA goes beyond signed charter: Khosru     |     

মেডিকেল ভর্তি পরীক্ষায় ৯০.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সুশোভন বাছাড়

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-01-19, 7:56pm

ewerwerw-52eb78b78e661cea7910ecbabe255d121737294970.jpg

বাম দিক থেকে সুশোভন বাছাড়, মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ ও শেখ তাসনিম ফেরদৌস (সংগৃহীত ছবি)



২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সরকারি-বেসরকারি মেডিকেলের জন্য ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে প্রথম হয়েছেন সুশোভন বাছাড়, মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ দ্বিতীয় ও শেখ তাসনিম ফেরদৌস তৃতীয় হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯০ দশমিক ৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সুশোভন বাছাড়। তিনি খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছেন মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ। তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় হওয়া শেখ তাসনিম ফেরদৌস শেখ আব্দুল ওয়াহাব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

প্রকাশিত ফল অনুযায়ী, গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের মধ্যে এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

চলতি বছর ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিল ৪০। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। এছাড়াও উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। এ বছর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫। আরটিভি