News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

জুলাই-আগস্ট অভ্যুত্থানের অর্জন কারও একার নয়: আবদুল আউয়াল মিন্টু

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-01-19, 8:40pm

ewrwerwerwe-017a25363cd1489e9fcb7b31366839901737297618.jpg




জুলাই-আগস্টের অভ্যুত্থানের অর্জন কারও একার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা ১৬ বছর লড়াই করেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করতে গিয়ে গুম, খুন, জেল-জুলুমের শিকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারেননি। বিএনপির নেতা-কর্মীদের এ আত্মত্যাগের পরও এক-দেড় মাসের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার সরকারকে হটিয়েছে, এটা কেউ ভাবলে তারা বোকার স্বর্গে আছেন।’

রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা উল্লেখ করে কর্মসূচিতে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘জিয়াউর রহমান মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। যখনই এ দেশে গণতন্ত্র হরণ করা হয়েছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে, জেল-জুলুম, অত্যাচারসহ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।’

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, ‘জুলাই-আগস্টের অভ্যুত্থানের এ অর্জন কারও একার নয়। দেশের আপামর জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। এ অর্জন অক্ষুণ্ন রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। গণতন্ত্রে উত্তরণের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।’

মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম, সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদার প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

পরে নগরের অশ্বিনীকুমার হলে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আবদুল আউয়াল মিন্টু। ওই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন।আরটিভি/