News update
  • Court Orders Arrest of 53 Including Hasina, Rehana, Tulip, Radwan     |     
  • Investment Summit Yields Tk 3,100cr in Proposals: BIDA Chief     |     
  • Cox’s Bazar Records Highest 36.8°C Temperature     |     
  • Tulip Siddiq Will Be Fugitive if She Skips Court: ACC     |     

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের শাহবাগে সমাবেশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-01-20, 3:12pm

rtrwerwer-422e52b9830e00dd8de571fd222641971737364327.jpg




সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে একদল চাকরিপ্রত্যাশী। তাদের দাবি পুরুষদের জন্য ৩৫ বছর, নারীদের জন্য ৩৭ বছর ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সরকারি চাকরিপ্রত্যাশী কয়েক শ’ যুবক শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ করেন। এ সময় তারা চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সংস্কার কমিশন সর্বোচ্চ বয়স সুপারিশ করেছে দাবি করে চাকরিপ্রত্যাশীরা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স ৩৫ বছর করার কথা বলা হয়েছে। ক্ষেত্রবিশেষে বয়সসীমা উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার বয়সসীমা নির্ধারণ করেছে ৩২ বছর। বয়সসীমা বাড়ানোর দাবিতে তাই তারা এখানে সমাবেশ করছে।

সমাবেশে উপস্থিত পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে আমরা এই সমাবেশ করছি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আরটিভি