News update
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     

ডেন্টাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫১৮ জন

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-03-02, 7:03pm

erewrw-9f98b154b8ffce7d6ce495b2edd4255f1740920637.jpg




দেশের ৯টি সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৫১৮ জন।

রোববার (২ মার্চ) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট https://mefwd.gov.bd/, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েব সাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েব সাইট http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ হওয়াদের মধ্যে উপজাতীয় কোটার শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে সনদ অথবা প্রমাণকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদফতর যাচাই করলে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

এছাড়া ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত ২৭টি আসনের বরাদ্দ প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফল পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হবে।

এদিকে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী বৃহস্পতিবার থেকে রোববারের (৬ থেকে ৯ মার্চ) মধ্যে এক হাজার টাকা টেলিটক এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে।

এজন্য টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে। ১ম SMS: DGME<Space> RSC<Space> Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME< Space>RSC<Space>1116000) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে। ২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME<Space> RSC<Space>YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME<Space>RSC<Space>YES< Space>3699 ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে। 

পুনঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।