News update
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-10-02, 9:07pm

img_20251002_210508-b4048b91f017a0a07a6a74a06e93c7c11759417656.jpg




দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে (টিটিসি) বিদ্যমান শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ১০ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত এই পরীক্ষায় ৬৮৩ জন শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, বিশেষ এই বিসিএসের লিখিত পরীক্ষা ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকায় রাখা হয়েছে।

এই বিশেষ বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন মোট ৩ লাখ ১২ হাজার চাকরিপ্রার্থী। সেই হিসাবে, এই সীমিত সংখ্যক ক্যাডার পদের বিপরীতে লড়বেন প্রায় ৪৫৬ জন চাকরিপ্রার্থী (গড়)। যদিও এটি শিক্ষা ক্যাডারের বিশেষ বিসিএস হওয়ায় নির্দিষ্ট বিভাগের প্রার্থীরা নিজ নিজ বিভাগের প্রার্থীদের সঙ্গেই প্রতিযোগিতা করবেন। ফলে বিভাগভেদে প্রতি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা ভিন্ন হবে।

বিশেষ বিসিএস হওয়ায় এতে সাধারণ বিসিএসগুলোর মতো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীরা সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষাটি হবে এমসিকিউ এর মত। প্রশ্নপত্রে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে ১০০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

বিভাগভিত্তিক সর্বোচ্চ শূন্যপদের মধ্যে রয়েছে বাংলা ৬১টি, রাষ্ট্রবিজ্ঞান ৫৫টি, ইংরেজি ৫০টি, অর্থনীতি ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩২টি, দর্শন ৩০টি, রসায়ন ৩০টি, এছাড়াও অন্যান্য বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২২ জুলাই থেকে শুরু হওয়া অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে ২২ আগস্ট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। এই বিসিএসের জন্য বয়সসীমা রাখা হয়েছিল ২১ থেকে ৩২ বছর।